সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্রেস্ট/জরায়ুতে ক্যান্সারের কারণসমূহ:



 


o       কুড়ি বৎসর বয়সের নিচে পুন:পুন যৌন মিলন।

o       বিভিন্ন সংগীর সাথে যৌন মিলন বা গণিকাবৃত্তি।

o       অপরিচ্ছন্ন জননেন্দ্রিয়।

o       জননেন্দ্রিয়ের বিভিন্ন রোগ, যেমন হারপিস সিমপ্লেস ভাইরাস-টাইপ দুই এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।

o       বয়স ৪০-৬০ বছর।

o       নিম্ন আর্থ সামাজিক আয়।

o       বর্তমানে যে সব কনট্রাসেপটিভ পিল রয়েছে সেগুলো ব্যবহার মানে ব্রেস্ট ক্যান্সারের জন্য বাড়তি ঝুকি, বিশেষ করে তরুনীদের ক্ষেত্রে।

o       স্তনের ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে।

o       স্তনে টিউমার অথবা ফোড়া হলে।

o       ত্রিশ বৎসরের পর প্রথম সন্তান লাভ অথবা নি:সন্তান হলে।

সন্তানকে বুকের দুধপান না করালে। (জননী স্বীয় সন্তানদের পূর্ণ দুই বছর পর্যন্ত স্তন পান করাবে। (আল-কুরআন)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রেস্ট ফিডিং

  গর্ভাবস্থায় এবং প্রসবের পর মায়ের বকে প্রচুর দুধ সঞ্চিত হয়। শিশুর জীবনের প্রাথমিক পর্যায়ে সম্পুর্ণ চাহিদা মেটানোর জন্য মায়ের দুধই উৎকৃষ্ট। মায়ের দুধের উপাদানের মধ্যে কলোস্ট্রাম বা শাল দুধ বিশেষ ভূমিকা পালন করে। শালদধ গর্ভাবস্থায় স্তনে সঞ্চিত হতে থাকে এবং প্রসবের পর তিন চার দিন পর্যন্ত মায়ের স্তন থেকে নিসৃত হয়। এই দুধ অত্যান্ত ঘন , আঠালো এবং হলুদ ধরনের হয়। এতে আমিষের পরিমান বেশী এবং স্নেহজাতীয় পদার্থ কম থাকায় নবজাতকের জন্য তা সহজপাচ্য। এই শাল দুধে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধক পদার্থ বা এন্টিবডি থাকায় শিশু বিভিন্ন রোগের ( পোলিও , ইনফ্লুয়েঞ্জা অন্যান্য ভাইরাস আক্রমন , ডায়রিয়া ) আক্রমন থেকে রক্ষা পেয়ে থাকে। এই দুধ শিশুর অন্ত্রে ল্যাকটোব্যাসিলাস বিফিডাস নামের এক ধরনের সাহায্যকারী জীবানুর সংখ্যা বৃদ্ধি করে   যা অন্যান্য ব্যাকটেরিয়ার আক্রমন প্রতিরোধ করে থাকে এবং পরবর্তীকালে শিশুকে আমাশয় বা আন্ত্রিক ভাইরাস রোগ থেকে রক্ষা করে। - জননী স্বীয় সন্তানদের পূর্ণ দুই বছর

দন্ত রোগসমূহ

  Ø      দন্ত রোগসমূহ দন্তক্ষয়: দন্তক্ষয় বা কেরিজ একটি জীবানু জনিত রোগ। যে ধরনের জীবানু এই রোগের সৃষ্টি করে তার মধ্যে স্ট্রেপটোকক্কাস ও ল্যাকটোবেসিলাস নামক জীবাণুই প্রধান। দাঁতের গায়ে জমে থাকা খাদ্যদ্রব্যের উপর অম্ল প্রস্তুতকারী জীবানু স্থানীয়ভাবে অম্ল সৃষ্টি করে যা দাঁতের ক্ষয়সাধন করে এবং দাঁতের গায়ে গর্তের সৃষ্টি করে। এটাই দন্তক্ষয় রোগ বা কেরিজ। জীবানু প্রলেপ, ডেন্টাল প্লাগ বা ব্যাকটেরিয়াল প্লাগ মুখে সাধারণত: বিভিন্ন ধরনের জীবাণু অবস্থান করে। আহারের পরে মুখ ও দাঁত ভালভাবে পরিষ্কার না করলে ঐ সব জীবানু দাঁতে লেগে থাকা খাদ্যদ্রব্যের মধ্যে দ্রুত বংশবৃদ্ধি করে এবং এইভাবে লক্ষ লক্ষ জীবাণু জমে উঠে। এই ধরনের জীবাণু স্তরকে ব্যাকটেরিয়াল প্লাগ বলে। সহজ কথায় ভোরবেলায় যে আঠাল সাদা বস্তু মুখের মধ্যে পাওয়া যায, এটাই জীবাণু প্রলেপ। পরীক্ষা করলে দেখা যায় প্রতি মিলিগ্রাম জীবানু প্রলেপে ৪০ কোটিরও অধিক জীবাণু অবস্থান করে। খাদ্যকনা ভালভাবে কুলকুচা করলে ধুয়ে যাবে, কিন্তু ডেন্টাল প্লাগ জীবানু প্রলেপ আঠালো বলে কেবল ব্রাশ ব্যবহার করলেই দূরীভুত হতে পারে। দন্ত শাস্ত্রে দাতের দুইটি প্রধান সমস্যা দন্তক্ষয়

জীবন

জীবন কি ? এই প্রশ্নের উত্তর অদ্যবধি কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে সক্ষম হননি। অনেকেই নিম্নক্তভাবে সংগা প্রদান করে থাকে - জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এ জটিল সমাবেশ হিসেবে , যেখানে ঐ জটিলতার কারনে নতুন কিছু গুনের উদ্ভব ঘটে। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নিদৃষ্ট অনুপাতিক সংযোগে পানি তৈরি হয় , যার বৈশিষ্ট হাইড্রোজেন বা অক্সিজেন কোনটার মতই হয় না। তাই জড়ের সুনিদৃষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্টের উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানের মধ্যে ছিলনা। তারা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। আপনি বলেদিন এটা আল্লাহর হুকুম মাত্র। - আল-কুরআন। সূরা আনআম , আয়াত - ২ , ৬০ , ৯০ : তিনিই তোমাদের কাদা - মাটি থেকে সৃষ্টি করেছেন , তার পর একটা সময় নিদৃষ্ট করেছেন .. । তিনিই রাত্রে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা কামাই কর তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন , যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়। মানব জীবন শুরু হয়