সূরা নিসা-৩: যিনি তোমাদেরকে এক ব্যাক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার সন্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন।
সন্তানকে লালন-পালন করতে পরিবারে পিতা-মাতার যৌথ ভূমিকা প্রয়োজন। পশ্চিমা বিশ্বে যেখানে সন্তান পরিবারে লালিত-পালিত হওয়ার সুযোগ পায়না সেখানে তারা শিশু নিকেতনে বা মাতৃসদনে বেড়ে ওঠে। একটি জরিপে দেখা গিয়েছে যে ঐ সকল প্রতিষ্ঠানে বেড়ে ওঠা সন্তানদের মাঝে ভালবাসা, স্নেহ, মায়া মমতা পরিবারে বেড়ে ওঠা শিশুদের চেয়ে কম। তাছাড়া তারা অসহিঞ্চ ও বদ মেজাজি স্বভাবের হয়।
মানব জন্মের সাথে পরিবার প্রথা জড়িত। যদি পরিবার বিলুপ্ত হয়ে যায় তবে যা ঘটবে-
o পৃথিবীর অন্যান্য পশুর ন্যায় মানুষও সেক্স করার স্বাধীন ক্ষমতা লাভ করবে।
o কোন মানব সন্তানের পিতা নির্ধারণ করা যাবেনা।
o শুধু মাত্র নারীকেই সন্তানের দায়িত্ব নিতে হবে।
o বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবে। (গনরিয়া, সিফিলিস, থ্যালাসেমিয়া ইত্যাদি)
o প্রতিবন্ধী ও বিকলাঙ্গ শিশু জন্ম নেবে।
o মানব জাতি ধ্বংশ হয়ে যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন