সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুস্থ থাকার একমাত্র উপায়: আল-কুরানের নির্দেশনা মেনে চলা


 

আমাদের শরীরে হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া অবিরত কাজ করে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধের জন্য। এই সকল প্রাণীসমূহ যদি একটি মুহুর্তের জন্যও তাদের কার্যক্ষমতা ছেড়ে দেয় তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।

 

মানব জীবনের সাথে যেমন মৃত্যুর অবিচ্ছেদ্য সম্পর্ক তেমনি রোগের সাথেও। আপনি যখন অসুস্থ হন তখন ডাক্তারের স্মরনাপন্ন হন। ডাক্তার আপনার রোগ বুঝে কিছু ঔষধ লিখে দেন এবং সাথে কিছু উপদেশ। সেই সমস্ত উপদেশ মেনে চললে আপনি সুস্থ থাকবেন। রোগাক্রান্ত হবেননা।(যদি গনোরিয়া হয় তবে-আপনি পতিতালয়ে যাবেননা, স্বামী-স্ত্রীর মাঝে যৌন জীবন সীমাবদ্ধ রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ইত্যাদি। যার সবই কুরআনের আইন) চিকিৎসার কাজ হল সাময়িক এবং আপাতত সমাধান। রোগগ্রস্থ হয়ে আপনার যে অঙ্গ বা অংশ নষ্ট হয়েছে তা আর কখনো চিকিৎসার মাধ্যমেও ফিরে পাবেন না। চিরস্থায়ী আরোগ্যের উপায় হলো- রোগ প্রতিরোধ করার মাঝে। কি বিষয় মেনে চললে মানুষ সুস্থ থাকবে তা মানুষের জ্ঞানের বাইরের বিষয়। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এনাটমি এন্ড ফিজিওলজি সম্পর্কে সামান্য কিছু আমরা অবগত হয়েছি মাত্র।

মানব জাতির স্রোষ্টা আল্লাহ। তিনি মানুষের হেদায়াতের জন্য নাযিল করেছেন আল-কুরআন।আল্লাহতায়ালা মানুষের সুস্থতার জন্য কুরআনে যে সমস্ত নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশসনাসমূহ মেনে চললে আপনি সুস্থ থাকবেন(ইনশাল্লাহ)

আমি যখন রোগাক্রান্ত হই, তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। আল-কুরআন

সুতরাং রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধই উত্তম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জন্ম নিয়ন্ত্রণ:

  আজকাল যে জন্ম নিয়ন্ত্রণের আন্দোলন চলছে তার পেছনে সক্রিয় রয়েছে যথারীতি একটা নির্ভেজাল বস্তুবাদী ও স্বেচ্ছাচারবাদী দর্শন। এ ধরনের কোন আন্দোলন যদি রাসূল সা . এর জীবদ্দশায় চালু হতো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে , তিনি তার প্রতি অভিসম্পাত দিতেন এবং শিরক ও মূর্তি পূজার বিরুদ্ধে তিনি যেমন জিহাদ করেছিলেন , তার বিরুদ্ধেও তেমনি জিহাদ করতেন। যারা রসুল সা . এর আযল সংক্রান্ত উক্তি সমূহের অপব্যবহার করে তাকে বর্তমান জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনে পক্ষে প্রমাণ হিসেবে পেশ করে থাকে , তাদের প্রত্যেকে আমি বলি আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে এমন ধৃষ্টতা প্রদর্শন থেকে বিরত থাকুন। পাশ্চাত্যের খোদাহীন কৃষ্টি ও চিন্তাধারা যদি অনুসরণ করতেই হয় তাহলে সোজাসুজি পাশ্চাত্যের জীবন পদ্ধতি মনে করেই গ্রহণ করা উচিত। তা না করে তাকে আল্লাহর ও রসূলের প্রকৃত শিক্ষারূপে আখ্যায়িত করে আল্লাহর অধিকতর গযব ডেকে আনার চেষ্টা কেন ? ইসলাম যে জন্ম নিয়ন্ত্রণের সর্বাত্নক আন্দোলনকে অনুমোদন করেনা , তে...

দন্ত রোগসমূহ

  Ø      দন্ত রোগসমূহ দন্তক্ষয়: দন্তক্ষয় বা কেরিজ একটি জীবানু জনিত রোগ। যে ধরনের জীবানু এই রোগের সৃষ্টি করে তার মধ্যে স্ট্রেপটোকক্কাস ও ল্যাকটোবেসিলাস নামক জীবাণুই প্রধান। দাঁতের গায়ে জমে থাকা খাদ্যদ্রব্যের উপর অম্ল প্রস্তুতকারী জীবানু স্থানীয়ভাবে অম্ল সৃষ্টি করে যা দাঁতের ক্ষয়সাধন করে এবং দাঁতের গায়ে গর্তের সৃষ্টি করে। এটাই দন্তক্ষয় রোগ বা কেরিজ। জীবানু প্রলেপ, ডেন্টাল প্লাগ বা ব্যাকটেরিয়াল প্লাগ মুখে সাধারণত: বিভিন্ন ধরনের জীবাণু অবস্থান করে। আহারের পরে মুখ ও দাঁত ভালভাবে পরিষ্কার না করলে ঐ সব জীবানু দাঁতে লেগে থাকা খাদ্যদ্রব্যের মধ্যে দ্রুত বংশবৃদ্ধি করে এবং এইভাবে লক্ষ লক্ষ জীবাণু জমে উঠে। এই ধরনের জীবাণু স্তরকে ব্যাকটেরিয়াল প্লাগ বলে। সহজ কথায় ভোরবেলায় যে আঠাল সাদা বস্তু মুখের মধ্যে পাওয়া যায, এটাই জীবাণু প্রলেপ। পরীক্ষা করলে দেখা যায় প্রতি মিলিগ্রাম জীবানু প্রলেপে ৪০ কোটিরও অধিক জীবাণু অবস্থান করে। খাদ্যকনা ভালভাবে কুলকুচা করলে ধুয়ে যাবে, কিন্তু ডেন্টাল প্লাগ জীবানু প্রলেপ আঠালো বলে কেবল ব্রাশ ব্যবহার করলেই দূরীভুত হতে পারে। দন্ত শাস্ত্রে দাতের দুইট...

মানব জাতীর সৃষ্টিতত্ব:

স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন “আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবো” তারা বলল: আপনি কি যমীনে এমন কাউকে সৃষ্টি করবেন যে, তারা তন্মধ্যে অশান্তি উৎপাদন করবে এবং রক্তপাত করবে? এবং আমরাই তো আপনার প্রশংসা গুনগান করছি এবং আপনারই পবিত্রতা বর্ণনা করে থাকি। তিনি বললেন: তোমরা যা অবগত নও, নিশ্চয় আমি তা পরিজ্ঞাত আছি। এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন, অনন্তর তৎসমুদয় পেরেশতাদের সামনে উপস্থাপিত করলেন, তৎপর বললেন: যদি তোমরা সত্যবাদী হও, তবে আমাকে এসব বস্তুর নামসমূহ বিজ্ঞপিত কর। তারা বলেছিল- আপনি পরম পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তদ্ব্যতীত আমাদের কোনই জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। তিনি বলেছিলেন হে আদম, তুমি তাদেরকে ঐ সকলের নাম সমূহ জ্ঞাপন কর, অত:পর যখন সে তাদেরকে ঐগুলোর নামসমূহ পরিজ্ঞাপন করেছিল, তখন তিনি বলেছিলেন: আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয় আমি ভূমন্ডল ও নভোমন্ডলের অদৃশ্য বিষয় অবগত আছি এবং তোমরা যা প্রকাশ কর ও যা গোপন কর আমি তাও পরিজ্ঞাত আছি।   যখন আমি ফেরেশতাগনকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যাতীত সকলে সিজদা করেছিল, সে অ...