বিবাহ বহির্ভুত সেক্স, সমকামিতা, মলদ্বারে সেক্স মহামারির মত ছড়িয়ে গেছে। আর এই সকল অপকর্মসমূহ থেকে আল্লাহ দূরে থাকার নির্দেশ দিয়েছেন। বিবাহ বহির্ভুত সেক্স করলে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, মোনিলিয়াসিস, ট্রাইকোমোনিলিয়াসিস, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্ক, সারভাইক্যান ক্যান্সার, এইডসসহ প্র্রভৃতি প্রাণঘাতি ব্যাধি আক্রান্ত হয়ে থাকে। তাই এ সকল রোগ থেকে দূরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন-
সূরা বনী ইসরাইল-৩২: আর ব্যাভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।
সূরা আরাফ-৮০-৮১: এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল: তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা কামবশত পুরুষদের কাছে গমন কর নারীদের ছেড়ে বরং তোমরা সীমা অতীক্রম করছো।
মলদ্বার অনেক রকম মাইক্রো অর্গানিজম দ্বারা পুর্ণ থাকে। পুরুষ যদি তার স্ত্রীর মলদ্বারে সেক্স করে তাহলে সেই মহিলা ভয়াবহ PID-তে আক্রান্ত হয়। এনাল ফিসার ও পাইলস হবার ঝুকি বাড়ে।
যে ব্যাক্তি স্ত্রীর মলদ্বারে সেক্স করবে আল্লাহ তার দিকে তাকাবেন না। তিরমিযি-১/২১৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন