সিরোসিস অব লিভার:
লিভার সিরোসিস একটি কঠিন ব্যাধি। এটি একটি দীর্ঘস্থায়ী ক্রম অগ্রসরমান রোগ। এই রোগকে আমরা যকৃতকোষের অধোগমনজনিত কোষবিনষ্ট, কোষ পুন:নির্মাণ এবং কোষস্থলে অংশুময় অন্তর প্রতিস্থাপনের ফলশ্রতি বলতে পারি। অতিরিক্ত মদ্যপানকে এই রোগের একটি কারণ বলে উল্লখ করা হয়। এছাড়া খাদ্যে প্রোটিনের অপর্যাপ্ততা এবং বি-ভিটামিনের অভাব আমাদের দেশে লিভার সিরোসিসের প্রধান কারন। কোলন, মেথিওনিন প্রভৃতি লাইপোট্রপিক উপাদান যকৃতে চর্বির অনুপ্রবেশ রোগ করে তাই এইগুলির অভাব যকৃতকোষে চর্বি জমা করে সিরোসিস জনিত পরিবর্তনের অতি প্রাথমিক পরিবেশ সৃষ্টি করে।
সিরোসিস অব লিভার-এর কারন:
o দীর্ঘদিন যাবত অখাদ্য, কু-খাদ্য কিংবা অপুষ্টিকর খাদ্য গ্রহণ করলে ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হয়।
o ক্রমাগত রাত্রি জাগরণ, মদ্য পান ও ধুম-পান করলেও এই রোগে আক্রান্ত হয়। হেপাটাইটিস রোগ হতে এই রোগ হতে পারে।
o ম্যালেরিয়া, কালাজ্বর প্রভৃতি রোগ থেকে হেপাটাইটিস রোগ হয় এবং পরে তা সিরোসিসে রূপ নিতে পারে।
o মদ্যপানের জন্য সিরোসিস হতে পারে।
o দীর্ঘদিনের পিত্তনালীর ব্যাথা হলে সিরোসিস হতে পারে।
o হেপাটাইটিস বি থেকেও সিরোসিস রোগ হতে পারে।
জীবানু দূষণ থেকে পোর্টাল বিলিয়ারী সিরোসিস হতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন