এইডস প্রতিরোধ করা অত্যান্ত সহজ। নিচে বর্ণিত পন্থাগুলি পালন করলে এইডসে আক্রান্ত হবার সম্ভবনা মোটেই থাকে না।
o নারী-পুরুষের অবাধ মেলামেশা রোধ করা। (সূরা বনী ইসরাইল-৩২: আর ব্যাভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।)
o ধর্মীয় অনুশাসন মেনে কেবলমাত্র স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন সীমাবদ্ধ থাকা।
o পতিতালয়ে যাওয়া বন্ধ করা।
o বিবাহের পূর্বে বর-কনের HIV পরীক্ষা করা।
o রক্ত নেওয়ার আগে HIV পরীক্ষা করা।
o একজনের ব্যবহৃত সুই অন্যজনে ব্যবহার না করা।
সূরা-নূর-৩: ব্যাভিচারী ব্যাভিচারিনী বা মুশরিকা ছাড়া বিবাহ করেনা, ব্যাভিচারিনীকে কেবল ব্যাভিচারী বা মুশরিকই বিবাহ করে, আর ওদের মমিনদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে।
সূরা মমিনূন-৫: আর যারা নিজেদের যৌনাংগ সংরক্ষন করে। তবে তাদের স্ত্রী বা তাদের কৃতদাসী ব্যাতিত। কেননা এতে তারা তিরস্কৃত নয়। এছাড়া যারা অন্যকে কামনা করবে তারা সীমা লংঘনকারী হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন