পিরিয়ড চলাকালিন সময়ে নারীদের নরমাল ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায়। প্রজনন অঙ্গের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সময় সেক্স করলে ভয়াবহ ইনফেকশন ঘটায় লোকার অর্গানিজম।
সুরা-আরাফ-২২২: আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয(ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষন না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন