পৃথিবীর কোন মানুষই ১০০% সুস্থ হয় না কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগেন কেন? মানুষের মাঝে দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিস দেখা দেয় কেন?
ড. সিলভারের মতে ব্যাকপেইন হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশির ভাগ মানুষই এই রোগে ভোগেন। কারন মানুষ পৃথিবীর অন্যান্য প্রানীদের মতন চারপায়ে হাটেনা। পৃথিবীর বাকি প্রানীদের কি ঘাড়ে পিঠে বা কোমরে ব্যাথা হয়? মানুষের এই ব্যাকপেইন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোন গ্রহে বসবাসের জন্য সৃষ্টি হয়েছিল। যে গ্রহের মধ্যা-কর্ষন ক্ষমতা ছিল পৃথিবীর তুলনায় অনেক কম।
পৃথিবীর মধ্যাকর্ষন ক্ষমতা বেশি থাকার কারণে নিজের দেহর ওজনের কারনে স্পাইনাল নার্ভ সংকুচিত হয়ে পড়ে। ফলে কোমর থেকে পা পর্যন্ত ব্যাথা হয়ে থাকে। এর সমাধানকল্পে ফিজিওথেরাপীস্টের মাধ্যমে ট্রাকশন থেরাপী দেওয়া হয়। যদি ৫ ওয়াক্ত সালাতের সময় সিজদাহ ও রুকুতে সময় বেশি দেওয়া হয় তবে ট্রাকশন থেরাপী ছাড়াও মানুষ এই রোগ থেকে আরোগ্য পেতে পারে।
লেখক-
ডা: মো: মোসাদ্দেক হাসান
ডিএমএফ, বিডিএ
ডিএইচএমএস (ঢাকা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন