o শারীরিক ও মানসিক পরিশ্রম লাঘব করতে হবে। o নিয়মিত ও পরিমিত আহার করতে হবে। o শরীরের ওজন ঠিক রাখতে হবে। o ঘুম ও বিশ্রাম ঠিকমত হওয়া দরকার। রাত্রি ১০টার পূর্বে বিছানায় যাওয়া এবং ফজরের সময় শয্যা ত্যাগ উচ্চ রক্তচাপ কমানোর পক্ষে সহায়ক। o নিয়মিত কোষ্ঠ পরিষ্কার রাখার দিকে নজর দিতে হবে। ভেজানো ছোলা, পেয়ারা, কলা, চীনা বাদাম ইত্যাদি খেলে কোষ্ঠ পরিষ্কার হতে পারে। o লবণ এবং লবণযুক্ত খাদ্য বন্ধ করতে হবে। o রক্তের চাপ বৃদ্ধির কোন কারণ বা কোন অসুখ থাকলে তার চিকিৎসা করতে হবে। o কফি পানে অভ্যস্ত লোকের কফি পান নিষিদ্ধ। খুব বেশী ওজনের জিনিস তোলা বা বহন করা নিষিদ্ধ। |
তোমাদের জন্য পাক জিনিস সমূহ হালাল করা হয়েছে। আল্লাহ তোমাদের জন্য যা হারাম করেছেন তাতে তোমাদের নিরাময় রাখেননি।
সূরা আল মায়েদা-৯০: নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। অতএব তোমরা এগুলো বর্জন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন