ড. এলিস সিলভার দাবি এই মানুষ পৃথিবীর জীব নয়। এই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী অনেক আগেই বলেছিলেন এলিয়েন আছে। নাসার বিজ্ঞানীরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে প্রাণী রয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবী এলিয়েনদের থেকে নাসা বেশি দূরে নেই। কয়েক বছরের মাধ্যে নাসা এলিয়েনদের কাছে পৌছাবে। সম্প্রতি নাসার এই মতবাদে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তিনি তার Human are not for earth - বইতে প্রমান করেছেন মানুষই এলিয়েন। তিনি তার বইতে যুক্তি দিয়ে প্রমান করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়। অন্য জীবদের মত মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি। কয়েক লক্ষ বছর আগে অন্যগ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল। ড. সিলভার বলেন-মানুষের শরীর থেকে অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের জন্য নয়।
ড. এলিস সিলভার ভাষ্যমতে মানুষকে যে স্থানে সৃষ্টি করা হয়েছিল সেই স্থানটি অনেক আরামদায়ক ছিল। সেখানে মানুষ অনেক সুখে শান্তিতে বাস করতো। সেই সাথে সেখানকার মানুষেরা অনেক নরম মেজাজের এবং আরাম প্রিয় ছিল। তারা এমন একটি জগতে বসবাস করতো যেখানে খাবার সংগ্রহের জন্য কোন প্রকার কষ্ট সহ্য করতে হতো না। সেখানকার প্রকৃতি এমন ছিল যে কোন প্রকার গরম বা শীত অনুভব করতো না। সেখানে সর্বদা একই রকমের পরিবেশ থাকতো। সেই জগতে কোন প্রকার সূর্যের আল্ট্রা-ভায়োলেট রশ্মি ছিলনা যার দরুন মানবদের দেহে কোন প্রকার ক্ষতি বা অসুখ বিসুখ হতো না। অতপর সেই সব মানুষ দ্বারা এমন এক অপরাধ সংঘটিত হয় যার দরুন তাদেরকে শাস্তি স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেন।
সূরা বাকারা: ৩৬: আমি বললাম- তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের অবস্থান ও জীবিকা রইল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন